স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার প্রাথমিক পদক্ষেপ অনুযায়ী মেহনতি মানুষকে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম সারা দেশেই শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় চাল বিতরণ কার্যক্রম চলছে। শুক্রবার ০৩.০৪.২০২০ বিকাল ৩টায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ১০টি গ্রামের ১০০ জন মানুষকে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ বিষয়ে নাটাই দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হক বলেন, সরকার নির্দেশিত যারা কর্মজীবি মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছে আমাদের নেত্রী, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকৃত দিনমজুর, ভ্যানচালক, কুলি, হকার, শ্রমিক, ফেরিওয়ালা, সিএনজি চালক, ভবঘুরে, চাতাল কল শ্রমিক, ডেকোরেশান শ্রমিক পেশাজীবিদেরকে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সরকার ১০০ জনের তালিকা অনুযায়ী চাল বিতরণের কার্যক্রম নিয়েছেন। এরই মাঝে সরকারিভাবে আরো ৫০০ জনের নামের তালিকা চেয়েছে। আমরা যাচাই করে তাদের নামের তালিকা ০৪.০৪.২০২০ শনিবার জেলা প্রশাসকের নিকট পাঠাবো। সেখান থেকে বরাদ্দ আসার পর আমরা পুনরায় চাল বিতরণ করবো।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বেই একটা আতঙ্ক। আমাদের এ মুহুর্তে সতর্কতা অবলম্বন করা ছাড়া আর কোন সুযোগ নেই। আমি এবং আমার পরিষদের সকল সদস্যদের সহযোগিতায় ইউনিয়নবাসীকে সচেতন করার জন্য কার্যক্রম হাতে নিয়েছি। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকিব উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইউসুফ, ইউপি সচিব লিটন চক্রবর্তী মান্না, সদর উপজেলা যুবলীগ সভাপতি মো. আলী আজম, নাটাই দক্ষিণ ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এলেম খাঁ ও ফরিদ মেম্বার প্রমূখ।