নাসিরনগরে সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ

62

 

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : করোনা ভাইরাসকে গুরুত্ব দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাংবাদিকদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী। আজ রবিবার সকালে নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সাংবাদিকদের জন্য পিপিই ও মাস্ক প্রদান করা হয়েছে। এ সময় প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন করোনা ঝুঁকি উপেক্ষা করে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পরিবেশন করছেন। তাই এই ক্রান্তিলগ্নে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। পর্যায়ক্রমে তিনি ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক, উপজেলা প্রশাসনকে পিপিই ও মাস্ক প্রদান করবেন বলেও জানান। এ সময় প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে নাসিরনগর থানার পুলিশ প্রশাসনকেও পিপিই ও মাস্ক প্রদান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন