এস এম টিপু চৌধুরী: প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায়র অংশ হিসেবে উপজেলা প্রশাসনে পক্ষ থেকে সাংবাদিক এস এম টিপু চৌধুরীর প্রচেষ্টায় হরষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার হত দরিদ্র ও দিনমজুর কর্মহারা লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষের ঘরে এ ত্রাণ সামগ্রীগুলো ২৬টি পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারের ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবারগুলো ত্রাণ হাতে পেয়ে তাদের মুখে স্বস্তি হাসি লক্ষ করা যায়। এ দূর্যোগপূর্ণ সময়ে তাদেরকে সহায়তা দেয়ার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। খাদ্যদ্রব্য পাঠিয়েছেন মর্মে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলার জনবান্ধব ইউএনও মেহের নিগারের প্রতি।