সাংবাদিক এস এম টিপু’র প্রচেষ্টায় সরকারি ত্রাণ পেল ছাব্বিশ পরিবার

64

 

এস এম টিপু চৌধুরী: প্রধানমন্ত্রীর মানবিক সহায়তায়র অংশ হিসেবে উপজেলা প্রশাসনে পক্ষ থেকে সাংবাদিক এস এম টিপু চৌধুরীর প্রচেষ্টায় হরষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার হত দরিদ্র ও দিনমজুর কর্মহারা লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার খেটে খাওয়া মানুষের ঘরে এ ত্রাণ সামগ্রীগুলো ২৬টি পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারের ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবারগুলো ত্রাণ হাতে পেয়ে তাদের মুখে স্বস্তি হাসি লক্ষ করা যায়। এ দূর্যোগপূর্ণ সময়ে তাদেরকে সহায়তা দেয়ার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। খাদ্যদ্রব্য পাঠিয়েছেন মর্মে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলার জনবান্ধব ইউএনও মেহের নিগারের প্রতি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন